১৭ মার্চ, ২০২৩ ০২:৪৪ পিএম

সাভারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সাভারে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঢাকার মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

মেডিভয়েস রিপোর্ট: সাভারের লুটের চরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১ টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।

ঢাকার মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, ওই এলাকায় একটি বাউন্ডারি দিয়ে পুরাতন প্লাস্টিকের বোতল সংরক্ষণ করে সেগুলো প্রক্রিয়া করা হতো। আজ দুপুর ১টা ২০ মিনিটে খবর পেয়ে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিটসহ কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট ৭ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সাভার ট্যানারি ফায়ার স্টেশনের টিম লিডার মো. মনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে গোডাউনের কোনো তথ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী সময়ে জানানো হবে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক