
অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম
মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।
২৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:২২ পিএম
বিসিপিএসের ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি, প্রাসঙ্গিক কিছু কথা

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্ন আমাদের ফেলোদের মনে নিরন্তর ঘুরপাক খায়। উত্তর মেলে না, তথ্যও অপ্রতুল। ফলে কিছু অসম্পূর্ণ ধারণার ভিত্তিতে আমরা তর্ক-বিতর্ক করি। অন্য দেশ থেকে অর্জিত ডিগ্রিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে পৃথিবীর সব দেশেই কিছু আনুষ্ঠানিক নিয়ম-নীতি আছে।
যুক্তরাজ্য, আমেরিকা, ইউরোপ এবং আমাদের পাশের দেশগুলোতেও এই প্রথা মানা হয়, এটি আমাদের দেশের বেলায়ও প্রযোজ্য। আমরা যারা যুক্তরাজ্যের রয়েল কলেজ থেকে পরীক্ষার মাধ্যমে ফেলোশিপ অর্জন করি, দেশে ফিরে সেই ডিগ্রিও বিএমডিসি কর্তৃক এক্রিডিশন করতে হয়। এক সময় বিসিপিএস’র এফসিপিএস ডিগ্রি থাকলে পুরানো পদ্ধতির এফআরসিএস চূড়ান্ত পর্ব পরীক্ষা দেওয়া যেত, যেটি ২০০২ সাল পর্যন্ত চালু ছিল। পরবর্তীতে যুক্তরাজ্যের পরীক্ষা পদ্ধতি বদলে যায় এবং অন্য দিকে আমরাও এমআরসিএস, এমআরসিপি’র সাথে এফসিপিএস ডিগ্রির সমন্বয় করতে ব্যর্থ হই, ফলে এফআরসিএস’র ফাইনাল পরীক্ষার পূর্বের সুযোগ স্থগিত হয়ে যায়।
মধ্যপ্রাচ্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চাকরির বাজারে রয়েল কলেজের (Royal College) ডিগ্রির মর্যাদা এফসিপিএস’র চেয়ে বেশি, বেতন বৈষম্যও চোখে পড়ার মতো। অন্যদিকে, পাকিস্তানের এফসিপিএস ডিগ্রি দিয়ে মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যতে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যায়। এর কারণ অনুসন্ধানে কাউন্সিল ব্রতী ছিল। এর ফলশ্রুতিতে, কাউন্সিল বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। যার মধ্যে উল্লেখযোগ্য -
১. ২০২০-২১ সালে করোনা অতিমারির মধ্যে Royal College of Physicians of Edinburgh, Royal College of Surgeons of Edinburgh, Royal College of Ophthalmologists এবং Planetary Health Academia (PHA), আমেরিকার সাথে বিসিপিএস এর মেমোরেন্ডাম নাম অফ আন্ডারস্ট্যান্ডিং (MOU) স্বাক্ষরিত হয়। (২০২০-২০২১)
২. ওমান মেডিকেল কাউন্সিলের আমন্ত্রণে বিসিপিএস’র প্রতিনিধি দল ওমান মেডিকেল স্পেশালিটি বোর্ড ভিজিট করেছেন এবং একই লক্ষ্যে মালয়েশিয়া মেডিকেল কাউন্সিল ও সৌদি কাউন্সিল ফর হেলথ স্পেশালিটিজ এর সাথেও সভা করা হয়েছে।
৩. ২০২৩ সালের মার্চ মাসে সিঙ্গাপুর মেডিকেল কাউন্সিল এর প্রতিনিধি দল বিসিপিএস এর সাথে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাজ্যের রয়েল কলেজগুলো এফসিপিএস ডিগ্রিধারীদেরকে তাদের দেশে সুযোগ দেওয়ার জন্য কিছু পূর্বশর্ত দিয়েছিল (২০২০-২০২১)
১. এফসিপিএস কোর্সের মেয়াদ পাঁচ বছর হতে হবে।
২. স্ট্রাকচার্ড কারিকুলাম ও লার্নিং কনটেন্ট থাকতে হবে।
৩. E-LogBook চালু করতে হবে।
৪. জেনারেল মেডিকেল কাউন্সিল অফ ইউকে (GMC) শর্তানুযায়ী MRCP, MRCS, MRCOG, MRCPCH ডিগ্রিধারীদের কলেজের পাঁচ বছর মেয়াদি কোর্সে সংযুক্ত হওয়ার সুযোগ দিতে হবে।
শর্তসমূহের বাস্তবায়নের অগ্রগতি
১. পাঁচ বছরের ট্রেনিং: ২ বছরের কোর ট্রেনিং ৩ বছরের অ্যাডভান্সড ট্রেনিং জানুয়ারি ২০২০ থেকে চালু করা হয়েছে।
২. স্ট্রাকচার্ড কারিকুলাম ও লার্নিং কনটেন্ট: অধ্যাপক মারগুব স্যারের নেতৃত্বে একদল ফেলো অক্লান্ত পরিশ্রম করে ৫৯ টা বিষয়ে কারিকুলাম তৈরি সম্পন্ন করেছেন। যার Soft copy এবং Hard copy এখন দৃশ্যমান।
৩. E-LogBook চালু: বিভিন্ন ফ্যাকাল্টির চাহিদা মোতাবেক কলেজের আইটি বিভাগ দেশের শীর্ষস্থানীয় আইটি ফার্মের সহযোগিতায় E-LogBook তৈরি করছে, যার প্রোটোটাইপ ২১ জানুয়ারি কলেজের কাউন্সিলর, এক্সিকিউটিভ কমিটি এবং সিনিয়র ফেলোদের সামনে উপস্থাপন করা হয়। উপস্থিত সবাই এর ভূয়সী প্রশংসা করেন। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে দেশের পাঁচটি মেডিকেল কলেজে চারটি মেজর বিষয়ের উপরে (Medicine, Surgery, Obstetrics and Gynaecology, Pediatrics ) পাইলটিং শুরু হবে এবং পর্যায়ক্রমে এক বছরের মধ্যে সম্পূর্ণ ট্রেনিং মনিটরিং E-LogBook এর আওতায় আসবে।
৪. যুক্তরাজ্যের ডিগ্রীসমূহের (এমআরসিপি, এমআরসিএস, এমআরসিওজি, এমআরসিপিসিএইচ) মূল্যায়ন: ৪ নং শর্তের বিষয়ে সর্বোচ্চ নীতি নির্ধারক; কলেজ কাউন্সিল সানুগ্রহ অনুমতি দিয়েছেন (২৫শ অক্টোবর ২০২২) এবং যুক্তরাজ্যের ডিগ্রিধারীরা এখন চাইলে কলেজের পাঁচ বছর মেয়াদী কোর্সের অংশ বিশেষ এফসিপিএস প্রথম পর্ব (Part-1), দুই বছরের কোর (Core) ট্রেনিং এবং এফসিপিএস এর মিডটার্ম পরীক্ষা সমূহ অব্যাহতি পাবেন এবং সরাসরি তিন বছরের কোর্সে এনরোল করতে পারবেন।
কলেজ কাউন্সিলের এসব পদক্ষেপের কারণে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশে বিসিপিএস’র ফেলোদের চাকরি, প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক মানবসম্পদ বিনিময়ের মত বহুকাঙ্ক্ষিত সুযোগগুলোর দরজা উম্মুক্ত হবে। প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে ইতোমধ্যেই কলেজে কয়েকজন ফেলো এমআরসিপি (যুক্তরাজ্য) পিএসিইএস পরীক্ষায় পর্যবেক্ষক পরীক্ষক (Observing Examiner) হিসাবে অংশগ্রহণ করেছেন, এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। বিশেষজ্ঞ তৈরি একটি চলমান পরিবর্তনশীল প্রক্রিয়া। উন্নত বিশের সাথে তাল মেলাতে হলে গতিশীল (Dynamic) নেতৃত্বের প্রয়োজন।
আমি আশা করছি, কলেজের এই সকল সময়পযোগী পদক্ষেপের কারণে এফসিপিএস ডিগ্রি অচিরেই আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করবে এবং আমাদের ফেলোদের জন্য যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দরজা খুলে যাবে। ফলস্বরূপ আমাদের ফেলোরা একই সাথে দেশের জন্য বয়ে নিয়ে আসবেন সম্মান এবং অর্থ।
-
১৪ নভেম্বর, ২০২৩
-
১৬ অক্টোবর, ২০২৩
-
১৬ অক্টোবর, ২০২৩
-
১৪ অক্টোবর, ২০২৩
-
১৪ অক্টোবর, ২০২৩
-
০৬ অক্টোবর, ২০২৩
-
০১ অক্টোবর, ২০২৩
-
২৭ সেপ্টেম্বর, ২০২৩
-
২৫ সেপ্টেম্বর, ২০২৩