এবার টেলিমেডিসিন সেবার আওতাভুক্ত সেন্টমার্টিন দ্বীপ
মেডিভয়েস রিপোর্ট: এবার টেলিমেডিসিন সেবার আওতাভুক্ত হলো কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার প্রত্যন্ত অঞ্চল সেন্টমার্টিন দ্বীপ।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে সেন্টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে টেলিমেডিসিন সেবার শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
টেলিমেডিসিন সেন্টার উদ্বোধন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে টেলিমেডিসিন কার্যক্রম শুরু করেন স্বাস্থ্য ডিজি। এ সময় তিনি দেশের অন্যান্য টেলিমেডিসিন সেন্টারসমূহ লক্ষ্মীপুর, বিএসএমএমইউ, কুষ্টিয়া ও রাজশাহী মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত হয়ে প্রায় পাঁচ জন রোগীকে টেলিমেডিসিনের মাধ্যমে সেবা প্রদান করেন।
পরে স্বাস্থ্য ডিজি হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, ইপিআই বিভাগ, পুষ্টি বিভাগ পরিদর্শন করেন এবং হাসাপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সেবাকর্মী ও আগত রোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে অধ্যাপক খুরশীদ আলম হাসপাতালে আয়োজিত একটি মতবিনিময় সভায়, চিকিৎসক, স্বাস্থ্য সেবাকর্মী, কর্মচারী ও উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে হাসপাতালে সর্বদা চিকিৎসকের উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি একটি নৌ-অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকার ব্যাপারে আশ্বস্ত করেন। যেহেতু সেন্টমার্টিন দ্বীপ একটি প্রত্যন্ত অঞ্চল ও জরুরি সেবার জন্য একটি নৌ-অ্যাম্বুলেন্স বিশেষভাবে প্রয়োজন বলেও মনে করেন তিনি।
এ সময় কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজার জেলার চারজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)। তারা হলেন- কুতুবদিয়ার ডা. গোলাম মোস্তফা নাদিম, চকরিয়ায় ডা. শোভন দত্ত, সদরের ডা. টিটু চন্দ্র সেন ও ডা. আলি হাসান বিজয় উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওই ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সাংবাদিকসহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাসপাতালে কর্মরত সকল কর্মচারী ও কর্মকর্তাগণ।