২৯ অক্টোবর, ২০২২ ১২:৫২ পিএম

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সেন্ট্রাল মেডিকেলের শিক্ষার্থী সাইফ

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সেন্ট্রাল মেডিকেলের শিক্ষার্থী সাইফ
ঢাকা স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সাইফ হোসেন সাবের মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন।

আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১১টায় ঢাকা স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

একই মেডিকেলের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আমজাদ মজুমদার রাসেল মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আমজাদ বলেন, শুক্রবার সকালে চট্টগ্রাম মহাসড়কে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে আহত হয় ১৬তম ব্যাচের সাইফ হোসেন সাবের, ১৭তম ব্যাচের হাসানুজ্জামান ভুঁইয়া ও সাইফুর রহমান সবুজ। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাইফ হোসেন ও হাসানুজ্জামানকে কুমিল্লা টাওয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

তিনি বলেন, পরে মাথায় আঘাতের কারণে সাইফের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকের পরামর্শে শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে আইসিইউতে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় ১৭তম ব্যাচের শিক্ষার্থী হাসানুজ্জামান ভুঁইয়াকে আইসিইউ থেকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে এবং সাইফুর রহমান সবুজ আহত হলেও বর্তমানে বাড়িতে আছেন তিনি।

আজ বাদ যোহর সেন্ট্রাল মেডিকেল কলেজ মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাইফ হোসেন সাবের কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার আদ্রা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সাইফ হোসেন সাবেরের মৃত্যুতে মেডিভয়েস গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে মেডিভয়েস। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’

১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক
এমআরসিপিতে বিশ্বসেরা বাংলাদেশি চিকিৎসক

নম্বরের কথা চিন্তা করে পড়াশোনা করিনি: ডা. জেসি হক