৩০ জুলাই, ২০২২ ০১:৩৫ পিএম

দেশে এসেছে শিশুদের করোনা টিকা

দেশে এসেছে শিশুদের করোনা টিকা
১৫ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মেডিভয়েস রিপোর্ট: দেশে এসে পৌঁছেছে  ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ করোনা টিকা।

আজ শনিবার (৩০ জুলাই) ১৫ লাখ ডোজ দেশে এসে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল জানিয়েছন, আগস্ট মাস থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

তিনি বলেন, শিশুদের টিকা দেওয়ার লক্ষ্যে নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে ৪ কোটি ২০ লাখ শিশু টিকা পাবে।

প্রসঙ্গত, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। তারপরই দেশটির সেন্টারস অব ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এ টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক