২৫ জুন, ২০২২ ০৪:৩৩ পিএম

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চমেকে মিষ্টি বিতরণ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চমেকে মিষ্টি বিতরণ
পদ্মা সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। সবার করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।

মেডিভয়েস রিপোর্ট: স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি উদ্বোধন উপলক্ষে মিষ্টি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৫ জুন) সকাল থেকে সেতু উদ্বোধন উপলক্ষে পুরো চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল জুড়ে ছিলো উৎসবমুখোর পরিবেশ। সকাল ১০টায় শাহ আলম বীর উত্তম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি দেখানোর আয়োজন করা হয়।

পরে সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। সবার করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে আবৃতি-গান অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয় এবং বেলা ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক