নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষায় প্রথম আঁখি

মেডিভয়েস রিপোর্ট: ২০২১-২২ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মোসা. আঁখি আক্তার। তাঁর প্রাপ্ত স্কোর: ১৪০।
আঁখির পিতা আলি হোসাইন পেশায় ব্যবসায়ী, মা শারমীন আক্তার একজন গৃহিণী। লক্ষ্মীপুরের মেয়ে আঁখি আক্তার রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হোন।
অনুভূতি জানতে চাইলে মোসা. আঁখি আক্তার মেডিভয়েসকে বলেন, ‘চমৎকার ফলাফলের জন্য প্রথমে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমার জন্য বড় একটি প্রাপ্তি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। ফলাফলের বিষয়ে বাবা-মায়ের যে প্রত্যাশা ছিল, তার চেয়ে মনে হয় একটু হলেও বেশি দিতে পেরেছি।’
এমন ফলাফলে প্রত্যাশী ছিলেন কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে মানুষ যা চায়, তাইই পায় না, বরং যার জন্য চেষ্টা চালায় সেটা পায়। আমার মূল ফোকাস ছিল মেডিকেলে ভর্তি হওয়া। কিন্তু ভাগ্য সহায়ক হয়নি, তাই ভর্তির সুযোগ মেলেনি, অথবা অন্য কারণও থাকতে পারে। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি ভাবতাম, নিশ্চয় সৃষ্টিকর্তা আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। এর পরই নার্সিংয়ের দিকে মনোনিবেশ করি। এজন্য খুব যে ভালো প্রস্তুতি ছিল, তাও না। আগের পড়াগুলোই একবার রিভিশন দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করি। পরীক্ষার কেন্দ্রে মনে হলো সবই কমন পড়েছে। ভালো পরীক্ষা দিয়েছি, সুন্দর ফল হয়েছে।’
প্রতিটি পেশারই রয়েছে স্বকীয়তা ও মাহাত্ব
নার্সিং পেশাকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিটি পেশারই স্বকীয়তা, মাহাত্ব ও সম্মান থাকে। এমনি এমনি কারও জন্য কোনো পেশা ধরা দেয় না। এজন্য প্রচেষ্টার দরকার পড়ে। অন্য কোনো পেশায় মানুষের অতটা ঘনিষ্ট সাহচর্যে যাওয়ার সুযোগ কম। এটা মানুষকে খুব কাছ থেকে স্বাস্থ্যসেবা দেওয়ার অপার সুযোগ। এজন্য এ পেশাকে বেছে নিয়েছি।’
এ পেশায় আপনার প্রত্যাশা পূরণে সক্ষম বলে মনে করেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেতন কিংবা প্রাপ্তি-অপ্রাপ্তি নয়, বরং সেবার মাধ্যমে পাওয়া আত্মতৃপ্তিই গুরুত্বপূর্ণ। মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে প্রশান্তি পাওয়াই হলো বড় বিষয়। নার্সিং পেশায় কেউ উপরে যেতে থাকলে ক্রমাগতভাবে তাঁর মর্যাদাও বৃদ্ধি পায়। নার্সদের বেতন কাঠামো নিয়ে ভাবা যেতে পারে।’
ক্যারিয়ার গঠনে নার্সিং চমৎকার পেশা
নার্সিং পেশার সম্ভাবনাগুলো তুলে ধরে তিনি বলেন, নার্সিং পড়ে শিক্ষক হিসেবে নিজেকে অনেক মর্যাদার জায়গা উন্নীত করা সম্ভব। সামগ্রিক দিক বিবেচনায় ক্যারিয়ার গঠনের জন্য নার্সিং একটি চমৎকার পেশা।
এর আগে রোববার (২২ মে) ২০২১-২২ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
কাউন্সিলের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষতি ফলাফলে বলা হয়েছে, ‘সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে গত ২০ মে তারিখে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো। অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে।’
ভর্তির নির্দেশনা পরবর্তীতে www.bnmc.gov.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে বলেও এতে জানানো হয়।

আত্মজীবনীমূলক সাক্ষাৎকার
ব্যতিক্রমী চিকিৎসক-শিক্ষাবিদ - অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত

মেডিভয়েসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার
ভালো চিকিৎসক হওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরী: জাতীয় অধ্যাপক ডা. এম আর খান

জীবাণু সংক্রমণ প্রতিরোধে অসামান্য অর্জন
আন্তর্জাতিক এওয়ার্ড পেলেন রাজশাহী মেডিকেলের নার্স
