০১ জানুয়ারী, ২০২২ ০৮:১০ পিএম

বাংলাদেশ শিশু হাসপাতালে ২০৫ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি

বাংলাদেশ শিশু হাসপাতালে ২০৫ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি
সিনিয়র স্টাফ নার্স পদে মোট ১৭৫ জন ও সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক) বিভাগে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ শিশু হাসপাতালে নার্স নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতালটিতে সিনিয়র স্টাফ নার্স পদে মোট ১৭৫ জন ও সিনিয়র স্টাফ নার্স (শিশু কার্ডিয়াক) বিভাগে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে।

৩০ ডিসেম্বর ২০২১ তারিখে ইনিস্টিটিউটের উপ-পরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

যোগ্যতা 

১. বয়স: ২৫ মার্চ  ২০২০ -এ ৩০ বছর পূর্ণ হয়েছে এবং মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় ৩২ বছর পূর্ণ হয়েছে।

২. শিক্ষাগত যোগ্যতা: সিনিয়র স্টাফ নার্স এর জন্য ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও সিনিয়র স্টাফ নার্স ( শিশু কার্ডিয়াক) বিভাগের জন্য কার্ডিয়াক সার্জারি/ ক্যাথল্যাব/ কার্ডিয়াক আইসিইউ/ কার্ডিয়াক এইচডিইউ-এ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. বেতন: ১০ গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

আবেদন পদ্ধতি ও অন্যান্য শর্তাবলী

আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত অনলাইনে (www.dsh.ORG.bd)আবেদন করতে পারবেন। এ ছাড়া অফিস চলাকালীন সকাল ৯.০০ থেকে দুপুর ২.০০ পর্যন্ত সরাসরি/ডাকযোগে জমা দেওয়া যাবে।

প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ , পরিচালক, “বাংলাদেশ শিশু হাসপাতাল ও  ইনিস্টিটিউট” এর অনুকূলে ৫০০ টাকার সমমূল্যের পে- অর্ডার/ অথবা ব্যাংক ড্রাফট বাংলাদেশের যে কোন সিডিউল ব্যাংক থেকে সংগ্রহ করে আবেদনফরমের সাথে সংযুক্ত করতে হবে।

ক. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (ফটোকপি)
খ.সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ( প্রথম শ্রেনির গেজেটেড কর্মকর্তা কতৃক সত্যায়িত)
গ. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ;
ঘ. জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ (ফটোকপি)
ঙ. মুক্তিযোদ্ধা পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক