০৫ ডিসেম্বর, ২০২১ ০১:০১ পিএম

বেলজিয়াম চিড়িয়াখানায় দুটি জলহস্তীর শরীরে করোনা শনাক্ত

বেলজিয়াম চিড়িয়াখানায় দুটি জলহস্তীর শরীরে করোনা শনাক্ত
প্রতিবেদনে বলা হয়েছে, জলহস্তী দুটি যারা দেখাশোনা করছেন, তাদের  অবশ্যই মাস্ক, চশমা এবং পরিহিত জুতা জীবাণুমুক্ত করতে হবে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেলজিয়ামের অ্যান্টওয়ার্প চিড়িয়াখানায় দুটি জলহস্তীর শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে জলহস্তী দুটিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

শনিবার রাতে (৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জলহস্তী দুটি করোনা নেগিটিভ না আসা পর্যন্ত চিড়িয়াখানাটি  কঠোর বিধিনিষেধের আওতায় এবং তাদের থাকার জায়গা সিল করে দেওয়া হয়েছে। জলহস্তী দুটি যারা দেখাশোনা করছেন, তাদের  অবশ্যই মাস্ক, চশমা এবং পরিহিত জুতা জীবাণুমুক্ত করতে হবে।’

চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ বছর বয়সী ইমানি এবং ৪১ বছর বয়সী হারমিয়েন কীভাবে করোনায় আক্রান্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাণী দুটির সর্দি ছাড়া তেমন কোন লক্ষণ নেই।

এর আগে গৃহপালিত প্রাণীর মধ্যে কোভিড-২ দ্বারা আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি খবর পাওয়া গিয়েছিল।

অ্যান্টওয়ার্প চিড়িয়াখানার পশু চিকিৎসক ফ্রান্সিস ভারকামেন্স বলেন, ‘এই প্রজাতির প্রাণীর মধ্যে ভাইরাসটিতে আক্রান্তের ঘটনা এটিই প্রথম। এর আগে এই ভাইরাসটি বনমানুষ এবং বিড়াল প্রজাতির মধ্যে দেখা গিয়েছে।’

এর আগে সপ্তাহের শুরুতে কানাডার তিনটি বন্য হরিণের শরীরে করোনা পজেটিভ হওয়ার খবর পাওয়া গেছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও