১২ নভেম্বর, ২০২১ ১২:১১ পিএম

রমেক হোস্টেলে প্রফ পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রমেক হোস্টেলে প্রফ পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজের (রমেক) ছাত্র হোস্টেলে এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত্যুবরণ করা ওই শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান। তিনি মেডিকেলটির এমবিবিএস চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় কলেজের পিন্নু ছাত্রাবাসের তৃতীয় তলার ৪৭ নম্বর কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

কলেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে মুশফিকের মোবাইল বন্ধ পেয়ে তাঁর স্ত্রী লাবনি আক্তার মেডিকেলের হলে আসেন। হলে তার রুমের দরজা বন্ধ পেয়ে হল কর্তৃপক্ষের সহায়তায় রুমের দরজা ভাঙ্গার পর বিছানায় তাঁর মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

রমেক অধ্যক্ষ নূরুন্নবী লাইজু জানান, মুশফিকুর রহমান রমেকের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী। সে নীলফামারীর জলঢাকা উপজেলার মাঝপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে মেডিকেলের ৪৫তম ব্যাচের পরীক্ষা চলছে।  পাস না করে পিছিয়ে যাওয়ায় তাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছিল মুশফিক। সে তাঁর কক্ষে একা অবস্থান করছিল।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘নীতিগত সিদ্ধান্ত’

১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা, বিডিএস ২৮ ফেব্রুয়ারি

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক