২০ জুন, ২০২১ ০৪:২২ পিএম

করোনায় একদিনে আরও ৮২ জনের মৃত্যু

করোনায় একদিনে আরও ৮২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৪৮ জনে। এ সময় আরও তিন হাজার ৬৪১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ রোববার (২০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫২৮টি করোনা পরীক্ষাগারে ২২ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে মোট ২২ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। পরীক্ষায় আরও তিন হাজার ৬৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৮২ জনের মধ্যে পুরুষ ৫৫ জন ও নারী ২৭ জন। তাঁদের মধ্যে ৭১ জন সরকারি, আটজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও তিনজন বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত মোট নয় হাজার ৭১২ জন পুরুষ (৭১.৬৯ ভাগ) ও তিন হাজার ৮৩৬ জন নারী (২৮.৩১ ভাগ) রয়েছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ৫০৯ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৮২ হাজার ৬৫৫ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ১৬ দশমিক ৬২ ভাগ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪২ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৯ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮২ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব দুইজন ত্রিশোর্ধ্ব নয়জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ২১ জন এবং ষাটোর্ধ্ব ৩৮ জন রয়েছেন। মৃতদের ঢাকায় ২১ জন, চট্টগ্রামে নয়জন, রাজশাহীতে ১২ জন, সিলেটে দুইজন, ময়মনসিংহে চারজন, বরিশাল ও রংপুরে একজন করে মৃত্যুবরণ করেছেন। এদিন সর্বোচ্চ ৩২ জন মৃত্যুবরণ করেছেন খুলনা বিভাগে। 

প্রসঙ্গত, ২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক