২৯ এপ্রিল, ২০২১ ১১:২৬ এএম

নার্সিং অধিদপ্তরের পরিচালকের বদলির আদেশ বাতিলের দাবি

নার্সিং অধিদপ্তরের পরিচালকের বদলির আদেশ বাতিলের দাবি
মোহাম্মদ আব্দুল হাই। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুল হাইয়ের বদলি আদেশ বাতিলের দাবি জানিয়েছে নার্সদের পেশাজীবী সংগঠন নার্সিং সোসাইটি অফ বাংলাদেশ।

বুধবার (২৮ এপ্রিল) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক লিখিত আবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, করোনাকালীন এই মহামারি চলমান থাকা অবস্থায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে একজন অভিজ্ঞ, মেধাবী, দক্ষ, সৎ ও চৌকস কর্মকর্তাকে বদলি করা হলে বাংলাদেশের নার্সিং শিক্ষা ও সেবার ব্যাপক ক্ষতি হবে।

আব্দুল হাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক হিসেবে যোগদান করার পর সব দুর্নীতি, অনিয়ম ও বদলি বাণিজ্য বন্ধ হয়েছে। রোগীর সেবায় নার্সরা অধিক আন্তরিক হয়েছেন।

তিনি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে যোগদান করার পর সাধারণ নার্সরা খুঁজে পেয়েছিল আস্থা ও কর্মচাঞ্চল্যতা। এমতাবস্থায় তার এই ধরনের বদলি কোনোভাবেই কাম্য নয়।

এতে আরও বলা হয়েছে, বর্তমান সময়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জন্য আব্দুল হাইয়ের মতো একজন সৎ, ধার্মিক, অমায়িক, নিরহঙ্কার, ধৈর্যশীল, উদার, জ্ঞানী ও পরোপকারী কর্মকর্তা একান্ত প্রয়োজন।

আবেদনের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বরাবর প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (২৯ এপ্রিল) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হাইকে বদলি করেছে সরকার। তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনার অধিদপ্তরের পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এই আদেশ বাতিল করে স্বপদে এই কর্মকর্তাকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে নার্সরা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে হাসপাতালগুলোতেও আব্দুল হাইয়ের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মুখর হয়ে উঠেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক