০৮ মার্চ, ২০২১ ০৫:৪৯ পিএম

‘আমরা এক্সপার্টদের নিয়ে করোনার সঙ্গে যুদ্ধ করছি’

‘আমরা এক্সপার্টদের নিয়ে করোনার সঙ্গে যুদ্ধ করছি’
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সরকার এক্সপার্টদের নিয়ে করোনার সঙ্গে যুদ্ধ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘প্রথম শুনলাম চীনে ভাইরাস এসেছে। আমাদের বেশ কিছু ছাত্র সেখানে ছিলো। প্রধানমন্ত্রীর উদ্যোগে তাদের দেশে এনে কোয়ারেন্টাইনে রেখেছি।’ 

আজ সোমবার (৮ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম ( বিএইচআরএফ) আয়োজিত ‘করোনার এক বছরে বাংলাদেশ: সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করোনাকালে টেলিমেডিসিন সেবা কার্যক্রমে শতকরা ৮০ ভাগ মানুষ সেবা পেয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘করোনায় কোন ব্যবস্থায় ছিলো না অব্যবস্থাপনা কোথায় থাকবে। আমরা দ্রুত গতিতে পরিকল্পনা করি। আমরা হাসতাপালের বেড আলাদা করেছি। ওষুধের কোনো ঘাটতি ছিলো না।’

প্রধনমন্ত্রী দেশে ভ্যাকসিন তৈরি করার নির্দেশ দিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা গবেষণার যন্ত্রপাতি আনার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের দেশের কোম্পানিগুলোকে দেশে ভ্যাকসিন বানাতে বলেছি। আমরা তাদের সক্ষমতা দেখতে পরিদর্শনে যাবো।’

তিনি আরও বলেন, স্বাস্থখাতে বিনিয়োগ বাড়াতে হবে। করোনায় পৃথিবীর ১২ ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়ছে। বাংলাদেশের ১২ থেকে ৩০ লাখ ডলার ক্ষতি হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও বিএসএমএমইউ উপচার্য অধ্যাপক ডা. কনক ক্রান্তি বড়ুয়া প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক