০৫ ফেব্রুয়ারী, ২০২১ ০৩:০০ পিএম

একুশে পদক পাচ্ছেন অধ্যাপক ডা. কাজী কামরুজ্জমান

একুশে পদক পাচ্ছেন অধ্যাপক ডা. কাজী কামরুজ্জমান
অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদক পাচ্ছেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান। গত তিন দশকের বেশি সময় ধরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করছে ট্রাস্টটি।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সমাজসেবা ক্যাটাগরিতে তাঁর নাম ঘোষণা করা হয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০২১ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

এ বছর ভাষা আন্দোলনে তিনজন, মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে তিনজন, শিল্পকলায় সাতজন, ভাষা ও সাহিত্যে তিনজন, সাংবাদিকতা, শিক্ষা ও অর্থনীতিতে একজনকে একুশে পদক পেয়েছেন।

পদকপ্রাপ্তরা হলেন 

ভাষা আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ পদক পাচ্ছেন মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর), অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমেদ (মরণোত্তর)।

শিল্পকলায় পদক পাচ্ছেন বেগম পাপিয়া সরোয়ার (সংগীত), রাইসুল ইসলাম আসাদ (অভিনয়), সালমা বেগম সুজাতা (অভিনয়), আহমেদ ইকবাল হায়দার (নাটক), সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র), ড. ভাস্বর বন্দোপাধ্যয় (আবৃত্তি), পাভেল রহমান (আলোকচিত্র)।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) পদক পাচ্ছেন।

এছাড়া সাংবাদিকতায় অজয় দাশগুপ্ত, শিক্ষায় মাহফুজা খানম, অর্থনীতিতে ড. মির্জা আব্দুল জলিল, সমাজসেবায় প্রফেসর কাজী কামরুজ্জামান, ভাষা ও সাহিত্যে কবি কাজী রোজী, বুলবুল চৌধুরী, গোলাম মুরশিদ পদক পাচ্ছেন।

নীতিমালা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা একুশে পদক সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে।

দেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে।

অধ্যাপক কামরুজ্জামানের অবদান 

ডা. কামরুজ্জামান কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাস্টটি সাধারণ মানুষের আয়-সীমার মধ্যে একটি টেকসই, নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে গত তিন দশকের বেশি সময় কাজ করে যাচ্ছে।

হাসপাতালে চিকিৎসা প্রদান ছাড়াও স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বিভিন্ন স্বাস্থ্য সেবা কর্মসূচির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। ট্রাস্টটি ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট, নার্সিং কলেজ ও প্যারামেডিক ইনস্টিটিউট স্থাপন করে স্বাস্থ্য শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সার্বজনীন চিকিৎসা নিশ্চিতে তাঁরা গ্রামের গরিব জনগণের জন্য চালু করেছে গ্রামীণ স্বাস্থ্যসেবা কর্মসূচি, বিভিন্ন শিল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য শিল্প স্বাস্থ্যসেবা কর্মসূচি এবং দরিদ্র শিশু-কিশোরদের জন্য স্কুল স্বাস্থ্য সেবা কর্মসূচি গ্রহণ করেছে।

ট্রাস্টটির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ডা. কাজী কমরুজ্জামান মহৎ এ কাজগুলোর নেতৃত্ব প্রদান করে আসছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক