প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক আর নেই

মেডিভয়েস রিপোর্ট: প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম শামসুল হক আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ নভেম্বর বিএসএমএমইউতে ভর্তি হন অধ্যাপক শামসুল হক। করোনা সংক্রমণের পাশাপাশি গ্যাস্ট্রোইন্টেশটাইনাল ব্লিডিংয়ে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক এ পরিচালক বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে অর্ধশতকের বেশি সময় রোগীদের চিকিৎসা সেবা দিয়ে গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর গত শতকের ষাটের দশকে যুক্তরাজ্য ও জার্মানিতে কাজ করেন ডা. শামসুল হক। পরে দেশে ফিরে যোগ দেন সরকারি চাকরিতে।
স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন অধ্যাপক এ কে এম শামসুল হক। বড় ছেলে ড. জিয়াউল হক থাকেন যুক্তরাজ্যে। মেজ ছেলে আহসানুল হক ভয়েস অব আমেরিকার সাংবাদিক। আর ছোট ছেলে ড. ইফতেখারুল হক একজন অর্থনীতিবিদ।
দেশের ফাদার অব পালমোনলজি খ্যাত সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর), বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
ডা. সায়েমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
২৮ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৬ ফেব্রুয়ারী, ২০২১
-
২৪ ফেব্রুয়ারী, ২০২১
-
১৯ ফেব্রুয়ারী, ২০২১
-
১৪ ফেব্রুয়ারী, ২০২১
-
১৩ ফেব্রুয়ারী, ২০২১
-
০৫ ফেব্রুয়ারী, ২০২১
-
০৫ ফেব্রুয়ারী, ২০২১
