৩০ নভেম্বর, ২০২০ ১২:৪০ এএম

প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরার করোনায় মৃত্যু

প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরার করোনায় মৃত্যু
ডা. মুজিবুর রহমান খান হীরা। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরা আর নেই।

রোববার রাত ১০টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সরকারি জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেন। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন এফডিএসআরসহ বিভিন্ন সংগঠন।

মেডিভয়েসের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।  আমরা মরহুমের রুহের মাগফিরাত প্রার্থনা করছি।

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক