করোনার ভ্যাকসিন নিলেন দুবাইয়ের শাসক

মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ভ্যাকসিন গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। খবর আল জাজিরার।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) এক টুইট বার্তায় দুবাইয়ের শাসক বলেছেন, ‘আমরা সবার সুরক্ষা এবং সুস্বাস্থ্য কামনা করি এবং সংযুক্ত আরব আমিরাতে ভ্যাকসিনটি নিয়ে নিরলসভাবে কাজ করা দলকে নিয়ে আমরা গর্বিত। পাশাপাশি যারা ভ্যাকসিনটির ট্রায়ালে অংশ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমিরাতে অবস্থানরত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।’
আল মাকতুম তার পোস্টের সাথে একটি ছবি যোগ করেছেন, যাতে তাকে চীনা কোম্পানি সিনোফার্ম’র ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে।
আল জাজিরা জানিয়েছে, ভ্যাকসিন গ্রহণকারী আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে তিনি সর্বশেষ ব্যক্তি।
এর আগে গত ১৬ অক্টোবর দেশটির মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আবদুল্লাহ আল-জারগাভির পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ভ্যাকসিনটি গ্রহণ করেন।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও ভ্যাকসিনটি গ্রহণ করেছেন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভ্যাকসিনটি এখন ক্লিনিক্যাল পরীক্ষার তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এ পর্যন্ত এটি নিরাপদ ও কার্যকর অবস্থায় পাওয়া গেছে।
খবরে বলা হয়েছে, দ্বিতীয় তরঙ্গে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে।
-
১২ ঘন্টা আগে
-
১৩ ঘন্টা আগে
-
১৪ ঘন্টা আগে
-
২০ ঘন্টা আগে
-
০৩ মার্চ, ২০২১
-
০৩ মার্চ, ২০২১
-
০৩ মার্চ, ২০২১
-
০৩ মার্চ, ২০২১
-
০২ মার্চ, ২০২১
