২৫ সেপ্টেম্বর, ২০২০ ০৭:২৩ পিএম

বাধ্যতামূলক করোনা পরীক্ষা: সৌদি প্রবাসীদের নমুনা জমার রেকর্ড 

বাধ্যতামূলক করোনা পরীক্ষা: সৌদি প্রবাসীদের নমুনা জমার রেকর্ড 
ছবি: সংগৃহীত।

মেডিভয়েস ডেস্ক: সৌদি আরব যেতে করোনা পরীক্ষা বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিতে পৌঁছাতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স। ফলে একদিনে রেকর্ড পরিমাণ নমুনা জমা পরেছে ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন সেন্টারে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি করোনা স্যাম্পল কালেকশন সেন্টার কতৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করায় প্রবাসীদের ভিড় বেড়েছে। সাধারণত করোনা পরীক্ষায় প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ নমুনা সংগ্রহ করা হয়। তবে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় নমুনা সংগ্রহ বন্ধ থাকলেও আজ দুই হাজারের অধিক নমুনা সংগ্রহ করা হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে এখানেও প্রবাসীদের নানা ধরণের ভোগান্তির স্বীকার হওয়ার অভিযোগ রয়েছে।  

বিদেশগামীদের করোনা পরীক্ষার নিয়ম অনুযায়ী বিমানের টিকিট দেখে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও ২৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স জানিয়েছে, সৌদি নাগরিক ছাড়া প্রত্যেককে পিসিআর পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। সনদ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিমানে উঠতে হবে। অন্যথায় তাদের উড়োজাহাজে উঠতে দেওয়া হবে না। ফলে এনিয়ে বাংলাদেশি সৌদি গমনেচ্ছুকদের মধ্যে টিকেট পেয়েও বিমানে না উঠতে পারার আতঙ্ক দেখা দিয়েছে।

এদিকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়ায় সারাদেশে ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক প্রবাসীর ঢাকায় এসে করোনা পরীক্ষার জন্য লাইনে দাঁড়িয়েছেন। এতে করানোর সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।  

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক