১১ অগাস্ট, ২০২০ ১২:৫৪ পিএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে করোনায় আক্রান্ত প্রণব মুখার্জী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে করোনায় আক্রান্ত প্রণব মুখার্জী

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জির অবস্থা সংকটাপন্ন। করোনার পাশাপাশি মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। 

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, করোনায় আক্রান্ত প্রণব মুখার্জির মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে ওই অস্ত্রোপচার সফল হলেও তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় বর্তমানে সাবেক এই রাষ্ট্র প্রধানকে ভেন্টিলেশন সহায়তায় রাখতে হয়েছে। নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে চিকিৎসাধীন প্রণবকে আগামী ৯৬ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। 

এর আগে গত ১০ আগস্ট করোনা পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়ে বলেন, ‘আমি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছি। অন্য কাজে হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়েছে।’ এ অবস্থায় গত সপ্তাহে তাঁর সংস্পর্শে আসা সকলকে সেলফ আইসোলেশনে থাকা এবং কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ওই টুইট বার্তায় অনুরোধ জানিয়েছিলেন তিনি।  

এ বিষয়ে আনন্দবাজর জানায়, করোনা ধরা পড়ার আগের দিন রাতে টয়লেটে পড়ে গিয়েছিলেন প্রণব মুখার্জি। তার মাথায় আঘাত লেগেছিল। মাথা ফাটেনি, কিন্তু স্নায়ুর কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা যায়, তার মাথায় রক্তজমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা দরকার। এজন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই ধরা পড়ে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত তার দল কংগ্রেসের ক্ষমতাকালে ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জী। রাষ্ট্রপতি হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে রাজনীতি থেকেও অবসরে যান বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

‘ছেলেরা কেন পিছিয়ে, কারণ অনুসন্ধান করুন’

অকৃতকার্য শিক্ষার্থীদের গালমন্দ নয়: প্রধানমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও