সৌদিতে করোনায় আট বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে বাংলাদেশের আটজন চিকিৎসক মারা গেছেন। এছাড়াও এ ভাইরাসে দেশটিতে প্রাণ হারিয়েছেন আরও ৭১৫ জন বাংলাদেশি নাগরিক।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৭ জুলাই) বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসীহ এ তথ্য জানান।
প্রবাসীদের মৃত্যুতে শোক প্রকাশ ও তাদের রুহের মাগফেরাত কামনা করে রাষ্ট্রদূত বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত করোনা দুর্যোগে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনস্যুলেট থেকে প্রবাসীদের আমরা যথাসাধ্য সাহায্য-সহযোগিতা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সহযোগিতা দূতাবাসের কর্মকর্তারা গুরুত্বের সঙ্গে অসহায় প্রবাসীদের কাছে পৌঁছে দিয়েছেন।’
রঙিন ফিতা কেটে বঙ্গবন্ধু মঞ্চ, বঙ্গবন্ধু কর্নার, বঙ্গবন্ধুর জীবনীর ওপর ‘ছবি কথা বলে’ স্মারক বোর্ডের উদ্বোধন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন, প্রবাসে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের সাথে পরিচয় করে দেওয়ার লক্ষ্যে দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার সাহায্য করবে। এছাড়া যেসব প্রবাসী দূতাবাসে সেবা গ্রহণ করতে আসেন তারাও এ কর্নার থেকে জাতির পিতা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে জাতির পিতার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বঙ্গবন্ধু মঞ্চ ও বঙ্গবন্ধু কর্নার নির্মাণে দূতাবাসের কাজে সহায়তা করেন সাংবাদিক ওয়াহিদুল ইসলাম ও রিয়াদ প্রবাসী ব্যবসায়ী রফিক হায়দার।
-
২৭ জানুয়ারী, ২০২১
-
২৬ জানুয়ারী, ২০২১
-
২০ জানুয়ারী, ২০২১
-
১৪ জানুয়ারী, ২০২১
-
১৩ জানুয়ারী, ২০২১
-
১২ জানুয়ারী, ২০২১
-
১০ জানুয়ারী, ২০২১
-
০৬ জানুয়ারী, ২০২১
-
০৫ জানুয়ারী, ২০২১
-
৩০ ডিসেম্বর, ২০২০
উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি
সেবা বিভাগের ৪০ কর্মকর্তা নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধি
সেবা বিভাগের ৪০ কর্মকর্তা নিয়ে দু‘দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন
উদ্বোধন ২৭ জানুয়ারি
প্রথম টিকা নেবেন কুর্মিটোলা হাসপাতালের নার্স
