২৩ মে, ২০২০ ০৮:২১ পিএম
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে করোনা টেস্ট করাচ্ছে ইবনে সিনা

ইবনে সিনা হাসপাতাল। ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: সাধারণ রোগীদের জন্য RT PCR এর মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করেছে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল৷
ইবনে সিনায় Covid-19 RT-PCR পরীক্ষা করার জন্য এখন থেকে সিরিয়াল দিতে হবে অনলাইনে বা হটলাইনে ফোন করার মাধ্যমে৷ 10615 এই হটলাইন নাম্বারটিতে ফোন করে অথবা ibn Sina doctors appointment application টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেখানে ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতাল এই সেকশনে গিয়ে করোনা পরীক্ষার সিরিয়াল দেওয়া যাবে৷
সিরিয়ালের নির্দিষ্ট দিনে হাসপাতালে উপস্থিত হয়ে তিন হাজার পাঁচশত টাকা পরিশোধ করে এই টেস্ট করা যাবে৷ সিরিয়াল দেয়া ব্যতীত কোন টেস্ট করানো যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন