ডা. মনিরুল ইসলাম

ডা. মনিরুল ইসলাম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল


২৯ মার্চ, ২০২৪ ০৫:১৯ পিএম

কপোতাক্ষ এক প্রেমিকের নাম

কপোতাক্ষ এক প্রেমিকের নাম
ফাইল ছবি

একটা নদীর নাম
একটা নারীর নাম
কপোতাক্ষ, প্রিয়তম নদ!

জীবনের যতটুকু আনন্দ
সে তুমিই দিয়েছো। 

জীবনের যত উত্থান
সে তুমিই দিয়েছো। 

জীবনের যতবার পতন
সে তুমিই তো দিয়েছো। 

জীবনের যতটুকু পাওয়া
সে তুমিই দিয়েছো। 

জীবনে যতবার অভিমান করেছি,
আমি তোমার বুকেই ফিরে এসেছি। 

আমি প্রথমবার
তোমাকেই সালাম জানিয়েছি। 

আমার যত নালিশ
আমি তোমাকেই করেছি!

আমি প্রতিবার চেয়েছি,
প্রতিবার নতুন নতুন কিছু ...

তুমি দিয়েছো আমাকে প্রতিবার

আমাকে বারবার দেনা করেছো

আমি জিততে চেয়েছি, কিন্তু তুমি আমাকে জিতিয়ে দাওনি!

বলেছো, হে যুবক থামো, তুমি হয়তো ক্লান্ত।

তুমি আমাকে হারিয়ে দিয়েছো। 

আমার জন্ম,
আমার বিদায়, 
সে তোমার জন্য। 

তুমি একটা নদী নও, তুমি একটা প্রেমিক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত