২০ নভেম্বর, ২০২৩ ১২:৫৭ পিএম

জাতীয় ক্যান্সার হাসপাতালে ফ্লো সাইটোমেট্রি মেশিন স্থাপন

জাতীয় ক্যান্সার হাসপাতালে ফ্লো সাইটোমেট্রি মেশিন স্থাপন
এই মেশিনের সাহায্যে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিক রোগ নির্ণয় সহ আন্তর্জাতিকমানের চিকিৎসা প্রদান সম্ভব হবে।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অত্যাধুনিক ফ্লো সাইটোমেট্রি মেশিন স্থাপন করা হয়েছে। এর সাহায্যে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিক রোগ নির্ণয় সহ আন্তর্জাতিকমানের চিকিৎসা প্রদান সম্ভব হবে।

আজ সোমবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, ফ্লো সাইটোমেট্রি মেশিনের সহায়তায় লিউকেমিয়া রোগের চিকিৎসা, কেমোথেরাপি রেসপন্স নির্ণয়, অস্থিমজ্জা প্রতিস্থাপনসহ ব্লাড ক্যান্সারের চিকিৎসায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এই আধুনিক মেশিন সংযোজন করা হয়েছে। যার সাহায্যে অত্যাধুনিক পদ্ধতিতে সঠিক রোগ নির্ণয় সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদান সম্ভব হবে।

ফ্লো সাইটোমেট্রি মেশিন প্রতিস্থাপন উপলেক্ষে দেশের রক্ত রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন যুক্তরাজ্য থেকে আগত ডা. টিম ফেরেন ও ডা. মারিয়ান্না গ্র্যানথাম।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক