
ডা. খালিদ সাইফুল্লাহ
চেয়ারম্যান ও আবাসিক মেডিকেল অফিসার,
এক্সপার্ট হাসপাতাল, জুড়ি, মৌলভীবাজার
১২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০০ এএম
প্রসূতির ডায়াবেটিস হতে পারে সন্তানের মৃত্যুর কারণ

আজ সকালে চেম্বার শুরুই হলো মন খারাপ দিয়ে।
চেম্বারে বসতেই অ্যাসিস্ট্যান্ট খবর দিল একটা প্রেগন্যান্সি আল্ট্রাসনোগ্রাম করতে হবে। যথারীতি বসলাম মেশিন নিয়ে। রোগী মোটামুটি মধ্যবিত্ত বা শিক্ষিত মনে হলো কথা-বার্তায়। প্রোব ঘুরাচ্ছি আর রোগীর সাথে টুকটাক আলোচনা চালিয়ে যাচ্ছি।
-বয়স?
-২১ বছর।
-কোনো সমস্যা আছে আপনার? এতো সকালে আল্ট্রা করতে এসেছেন?
-স্যার, বাচ্চা সকাল থেকে নড়াচড়া করে না।
-অন্য কোনো রোগ আছে আপনার?
-জি, ডায়াবেটিস আছে।
অবাক হলাম না। গর্ভাবস্থায় অল্প বয়সে ডায়াবেটিস বিরল নয়। Gestational Diabetes বলে একে।
-ওহ, প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন?
-জি স্যার।
-বিয়ে হয়েছে কত দিন?
-১১ মাস।
কথা বলছি, আর আমার হাতের প্রোব খুঁজে বেড়াচ্ছে পেটের বাচ্চাকে। ওই তো বাচ্চার মাথা দেখা যাচ্ছে, পেটও দেখা যাচ্ছে, এরপর হাত-পা সব ঠিক আছে। কিন্তু সে ঘুমিয়ে আছে, এক গভীর ঘুম। স্পষ্ট ৯ মাসের বাচ্চা। আর কিছু দিন পরেই সে পৃথিবীর আলো দেখবে।
এক সময় প্রোব এসে স্থির হলো বাচ্চার হার্টের উপর। প্রোব স্থির, আমার চক্ষু স্থির, বাচ্চার হার্টও স্থির। আল্ট্রা মেশিনের M মোড চাপলাম, কিচ্ছু নেই। Pulse wave (PW) চাপলাম, নেই, কিচ্ছু নেই।
কিন্তু আমার মন-প্রাণ চাচ্ছে, কিছু একটা আসুক। ওয়েভের সরল রেখা একটু বিট দিক। কানে ভেসে আসুক একটু ডপলারের আওয়াজ ..., সুন্দর ফুটফুটে বাচ্চাটি যে ঘুমিয়ে আছে সেই ঘুম ভেঙে যাক।
এর পরের কিছু সময় পল পল করে বয়ে গেল। অগত্যা এক সময় আমি ক্ষান্ত দিলাম। পরাজিত সৈনিকের মতো আলতো করে অস্ত্র (আল্ট্রা প্রোব) সমর্পণ করে দ্রুত হারিয়ে যেতে চাইলাম আল্ট্রা রুম থেকে। কিন্তু পিছন থেকে ভেসে এলো, 'আমার বাচ্চা কেমন আছে স্যার?'
এরপরের একেকটি মুহূর্ত আমার কাছে অনেক দীর্ঘ মনে হলো। যে সন্তানকে মা ৯ মাস পেটে ধারন করে পরম মমতায় অপেক্ষা করছেন তার নিষ্পাপ চেহারা দেখার জন্য, সেই মায়ের সামনে সন্তানের মৃত্যু ঘোষণা করা কি যে কঠিন কাজ, তা শুধু ডাক্তারই জানেন।
এই কঠিন অপ্রিয় বেদনাদায়ক কাজটি প্রায়ই করতে হয় আমাদের। বেদনা বেশি তীব্র হয়েছে আমার 'রায়হানা বিনতে খালিদ' ভুমিষ্ঠ হবার পর থেকে। প্রতিবারই ডেথ ডিক্লেয়ার করার সময় মনের পর্দায় ভেসে উঠে কন্যার মুখ। আল্লাহ সকল সন্তানহারা মা-বাবাকে ধৈর্যধারণ করার তাওফিক দিন।
পুনশ্চ: ডায়াবেটিস নিরব ঘাতক। গর্ভাবস্থায় তা হতে পারে আরো ভয়ংকর। সুতরাং স্বপ্নীল এই ৯টি মাস ডাক্তারের চেকআপে থাকুন।