০৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫৩ পিএম
ডেঙ্গু আক্রান্ত পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন

তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।
মেডিভয়েস ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।
বুধবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রীর ব্যক্তিগত কর্মী রাজীব দেব নাথ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২২ আগস্ট তার ডেঙ্গু শনাক্ত হয়।
পরিবেশমন্ত্রী বিএসএমএমইউয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন।
ডা. আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বলেছেন, কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে সোডিয়ামের পরিমাণ কম পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি ভালো আছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন