বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্নার’ উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্নার ‘আসুন মন খুলে কথা বলি’ উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (৩ সেপ্টেম্বর) এই কাউন্সেলিং কর্ণারের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামরুল হাসান সোহেল।
জানা গেছে, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্ণার ‘আসুন মন খুলে কথা বলি’ থেকে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়া যাবে।
জানতে চাইলে ইউএইচএফপিও ডা. কামরুল হাসান সোহেল মেডিভয়েসকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ‘মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্ণার’ চালু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ ধীরে ধীরে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাস্তবায়ন হবে। তার অংশ হিসেবে কুমিল্লা জেলায় প্রথম বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্ণার চালু করা হলো।’
তিনি বলেন, ‘শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার দিকটিও আমাদের খেয়াল রাখতে হবে। আর্থিক, পারিবারিক সমস্যাসহ অনেক কারণেই মানসিক বিষন্নতা, অবসাদগ্রস্ততা, হতাশা আসতে পারে জীবনে। এই মানসিক সমস্যাগুলো নিয়ে আমরা কারো সাথে কথা বলতে চাই না, কারো সাথে শেয়ার করতে চাই না কিন্তু এই সমস্যাগুলো খুব সহজেই সমাধান যোগ্য। আপনাকে আপনার প্রিয়জনের সাথে এই সমস্যাগুলো নিয়ে মন খুলে কথা বলতে হবে। না হলে মানসিক সমস্যা ধীরে ধীরে প্রকট আকার ধারন করতে পারে। এতে অনেক সময় দেখা যায়, মানুষ আত্মহত্যা করে। এমনকি শিক্ষার্থীরাও পড়াশোনার চাপে বা পরীক্ষার ফলাফল খারাপ করায় তারা আত্মহত্যা করে। মানসিক বিষন্নতা, হতাশা কাটিয়ে উঠার জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে যদি মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্ণার চালু থাকলে চিকিৎসকদের কাছ থেকে সেবা নিতে পারবে। চিকিৎসকদের সাথে তারা মন খুলে কথা বললে, মানুষ অনেকটাই হতাশা থেকে মুক্তি পাবে।’
ডা. কামরুল হাসান সোহেল আরও বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পদ সৃষ্টি হয়নি। কিন্তু আামাদের মেডিকেল অফিসার আছে, যারা মানসিক স্বাস্থ্যের উপর প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকেই দিয়ে আমরা এই কাউন্সিলিং করাব।’
তিনি বলেন, এখন পর্যন্ত সিলেট জেলার সব কয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্ণার খোলা হয়েছে। যশোরে খোলা হয়েছে। আর কুমিল্লায় জেলায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে এই কর্ণার শুরু হলো আস্তে আস্তে জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং কর্ণার খোলা হবে।