২২ মে, ২০২৩ ০৩:২৫ পিএম

এবার স্বর্ণপদক পেলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির

এবার স্বর্ণপদক পেলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির
এসজিএম চৌধুরী মেমোরিয়াল অরেশনস স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মেডিভয়েস রিপোর্ট: এসজিএম চৌধুরী মেমোরিয়াল অরেশনস স্বর্ণপদক পেয়েছেন বগুড়া ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।

এর আগে চিকিৎসা বিজ্ঞানে অবদানের জন্য গত বছরের ২৩ ডিসেম্বর বাংলা একাডেমি ফেলোশীপ-২০২২ অর্জন করেন তিনি।

শনিবার (২০ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান্স অফ বাংলাদেশের (এপিবি) আয়োজনে ৩২তম বার্ষিক কনফারেন্স ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তাঁকে এই পদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

অনুভূতি জানিয়ে ডা. জাকির হোসেন বলেন, ‘প্রখ্যাত চিকিৎসক এসজিএম চৌধুরীর সৌভাগ্যবান ছাত্র ছিলাম। তাঁর অধীনে সরাসরি চাকরির অভিজ্ঞতা আছে। মানবদরদী স্যারকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর মত হওয়াটা আমার স্বপ্ন। স্যারকে আমি মনে প্রাণে অনুকরণ করি। তাঁর মত হতে চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় রংপুরে হাইপার টেনশন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ।

হাইপার টেনশন সেন্টারের মাধ্যমে মানুষকে সেবা দেয়ার নিরন্তর প্রচেষ্টায় রত আছি। যার ফলশ্রুতিতে আজ সারা দেশের মেডিকেল-ননমেডিকেল সবার কাছে পরিচিত নাম রংপুর হাইপারটেনশন সেন্টার। আজ সেই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে সেবার দেয়ার স্বীকৃতি হিসেবে এসজিএম চৌধুরী স্যারের নামে দেয়া সম্মাননা পেলাম। এই সম্মাননা অবশ্যই আমার জন্য গর্বের। অত্যন্ত অনুপ্রেরণার।’

ডা. জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ডা. জাকির হোসেন ছিলেন কে-৩৭ ব্যাচের শিক্ষার্থী।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ছিলেন। বর্তমানে টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই মেডিকেল কলেজের মেডিসিন বিভাগীয় প্রধান ছিলেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক