উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে অবদান: নরম্যান ক্যাম্পবেল এক্সিলেন্স পুরস্কারে ভূষিত ডা. সোহেল

মেডিভয়েস রিপোর্ট: উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে অবদান রাখায় নরম্যান ক্যাম্পবেল এক্সিলেন্স পুরস্কার পেয়েছেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। সোমবার (১৬ মে) উচ্চরক্তচাপ দিবসে ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ (ডব্লিউএইচএল) এ পুরস্কার প্রদান করে।
অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে অবদানের জন্য তাঁকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর আগে অধ্যাপক সোহেল রেজা তামাক নিয়ন্ত্রণে অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের বিশেষ স্বীকৃতি পেয়েছিলেন।
দেশে স্ট্রোক, হার্ট অ্যাটাক ও কিডনি বিকলসহ বিভিন্ন ধরনের অসংক্রামক রোগে মানুষের অকালমৃত্যু হচ্ছে। এসব মৃত্যুর সঙ্গে উচ্চ রক্তচাপ ওতপ্রোতভাবে জড়িত এবং এটিই অকালমৃত্যুর অন্যতম কারণ।
বিশেষজ্ঞরা জানান, উচ্চ রক্তচাপসহ অন্য সব রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে অকাল মৃত্যু দ্রুত কমানো সম্ভব। অথচ অর্ধেক মানুষ এ সম্পর্কে জানেনই না। অসচেতনতার কারণেই উচ্চরক্তচাপে মানুষ আক্রান্ত হচ্ছে।
এমন পরিস্থিতিতে রোগটি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। এ গুণী চিকিৎসকের কৃতিত্বের বিশেষ স্বীকৃতিকে দেশের জন্য অত্যন্ত গর্বের বলে মনে করছেন চিকিৎসক সমাজ।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন, বিধিমালা প্রণয়ন, হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ ব্যবস্থাপনা নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, তামাকমুক্ত স্বাস্থ্য কেন্দ্র বাস্তবায়ন গাইডলাইন প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি এবং তামাক চাষ নিয়ন্ত্রণ নীতির খসড়া প্রণয়নেও রয়েছে তার গুরুত্বপূর্ণ অবদান।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিকের উদ্যোগে কার্যকর তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পেশাজীবী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো’ এবং ‘বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’র সদস্য সচিব হিসেবে অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে বিশ্বে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা ও ব্যক্তিদের প্রতিবছর সম্মাননা দেয় ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগ (ডব্লিউএইচএল)।
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
