২৪ জানুয়ারী, ২০২২ ০৩:৫২ পিএম

রেসিডেন্সির ফেইজ ‘বি’তে ১৩ চিকিৎসকের সরাসরি ভর্তির সুযোগ

রেসিডেন্সির ফেইজ ‘বি’তে ১৩ চিকিৎসকের সরাসরি ভর্তির সুযোগ
সোমবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্স ফেইজ ‘বি’তে (সরাসরি) মার্চ-২০২২ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য সুযোগ পেয়েছেন ১৩ চিকিৎসক।

আজ সোমবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘মার্চ ২০২২ ইং শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ ‘বি’তে (সরাসরি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত সিলেকশন বোর্ডের সুপারিশের প্রেক্ষিতে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নবর্ণিত ১৩ জন শিক্ষার্থীকে তাঁদের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক ভর্তির জন্য নির্বাচন করা হলো।’

এতে আরও বলা হয়, ‘বিএসএমএমইউ, সরকারি প্রার্থীগণ প্রেষণাদেশ/ছুটির আদেশপ্রাপ্তি সাপেক্ষে নির্ধারিত ফি জমাদানপূর্বক উল্লিখিত বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন, সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান, ভাইস চ্যান্সলরের একান্ত সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট সকলের কাছে প্রেরণ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছেলের চোখে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান

সাতকানিয়ার চুপচাপ বালক যেভাবে হয়ে উঠেন কিংবদন্তি চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক