৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫২২৯

মেডিভয়েস রিপোর্ট: ৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ জন প্রার্থী।
আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ এর প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪ এর বিধি সাত এবং ২০ নভেম্বর ২০২০ তারিখে জারিকৃত ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নিম্নে ২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত শর্তে নিম্নোক্ত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীরা ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।’
এতে আরও বলা হয়, ফলাফল কমিশনের www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।