ঢামেকের অকৃতকার্য শিক্ষার্থীদের ওয়ার্ড ডিউটি করার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) এমবিবিএস ফাইনাল ও তৃতীয় পেশাগত পরীক্ষায় অকৃতকার্য শিক্ষাদেরকে আগামী ৬ নভেম্বর থেকে দুই সপ্তাহের জন্য ওয়ার্ড ডিউটিতে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ফেইজ-৪ কো-অর্ডিনেটর কমিটির ১ নভেম্বর ২০২১ তারিখ সভার প্রস্তাবিত সিদ্ধান্তের প্রেক্ষিতে নভেম্বর-২০২০ ও জুলাই-২০২১ অনুষ্ঠিত ফাইনাল পেশাগত পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী এবং তৃতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষায় অনিয়মিত ছাত্র ও ছাত্রী অংশগ্রহণ করেছে, তাদেরকে নিম্নবর্ণিত সময়সূচি মোতাবেক আগামী ৬ নভেম্বর ওয়ার্ড ডিউটিতে যোগদান করার নির্দেশ প্রদান করা হলো।’
অবস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের ওয়ার্ড ডিউটি আগামী ৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত। মেডিসিন অ্যান্ড এলাইড বিভাগের ওয়ার্ড ডিউটি আগামী ২০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত। সার্জারি অ্যান্ড এলাইড বিভাগের ওয়ার্ড ডিউটি আগামী ৪ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
‘এমতাবস্থায় উপরোক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।