২৪ অক্টোবর, ২০২১ ০৪:০৯ পিএম

চমেকে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

চমেকে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেকে) বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় বীর উত্তম শাহ আলম মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ অ্যাসোসেয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর সভাপতি অধ্যাপক ডা. মো. ওয়াজিউল আলম চৌধুরীর সভাপতিত্বে ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএপি এর সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ডিভিশনাল সেলস ম্যানেজার এ এন এম হুমায়ুন কবির। সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবদুল মোত্তালিব, ডা. মহীউদ্দিন এ শিকদার, মানসিক রোগ বিভাগ ও ইউএসটিসির অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউল হাসান, পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজুল হক প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক