অধ্যাপক ডা. তৌহিদুল আলম আর নেই

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. তৌহিদুল আলম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ছিলেন।
আজ শনিবার (৭ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটসের (এফডিএসআর) কার্যনির্বাহী সদস্য ডা. মো. রাশিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
শোকবার্তায় তিনি জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র ও ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তৌহিদুল আলমের মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
অধ্যাপক ডা. তৌহিদুল আলমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
৩০ ডিসেম্বর, ২০২০
ফিরে দেখা ২০২০
করোনায় হারালাম ১২৫ চিকিৎসক, ক্ষতিপূরণ কতদূর?
-
২৩ জুন, ২০২০
