এক মাসের মধ্যে ঢাবির ফাইনাল প্রফের ফল

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ২০১৭-১৮ সেশনের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল আগামী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে। ইতিমধ্যে নাম্বারপত্র জমা দেওয়া শুরু করেছেন শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাবির মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী এ তথ্য জানিয়েছেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘ফাইনাল প্রফের নাম্বারশিট আসা শুরু হয়েছে। এগুলো যোগ করা করা হচ্ছে। এরপর ট্যাবুলেশন হবে, তারপর ফলাফল প্রস্তুত। এই প্রক্রিয়া শেষ করতে আরও এক মাস লাগবে। এরপর ফলাফল প্রকাশ করা হবে।’
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের নাম ব্যবহার করে ফলাফল প্রত্যাশীদের মাঝে একটি বার্তা ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে, ‘আগামীকাল (১৫ সেপ্টেম্বর) ঢাবির অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফের ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নতুন ইন্টার্নরা যেন জয়েন করে, সেটি নিশ্চিত করতে অনুরোধক্রমে আদেশ প্রদান করা হল।’
এ বিষয়ে ঢাকা মেডিসিন অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী বলেন, ‘মহাপরিচালক পরীক্ষার ফলাফল সম্পর্কে জানার কথা নয়, তিনি প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করবেন। আগামীকাল ফলাফল ঘোষণা করা হবে, এ তথ্য সঠিক নয়, এটি গুজব।’
এসএএইচ/এএইচ
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩
-
২২ মার্চ, ২০২৩
-
২২ ফেব্রুয়ারী, ২০২৩