২৬ মে, ২০২৩ ১০:২৩ এএম

নার্সিং ভর্তি পরীক্ষা শুরু

নার্সিং ভর্তি পরীক্ষা শুরু
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীন ২০২২-২৩ শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৬ মে) সকাল ১০টা থেকে রাজধানী ঢাকাসহ দেশের ২০টি কেন্দ্রের ৬২ ভেন্যুতে এ পরীক্ষা শুরু হয়েছে। চলবে ১১ টা পর্যন্ত।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল জানিয়েছে, নার্সিং পরীক্ষার দিনে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রের চারপাশে ১০০ গজের মধ্যে সব ধরনের ক্যাম্পেইন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নার্স বা মিডওয়াইফের নির্ধারিত ড্রেস পরা অবস্থায় কোনো পেশাজীবী বা পরীক্ষার্থী লিফলেট বিলি বা প্রচারের কাজে অংশ নিতে পারবেন না। এ–সংক্রান্ত নির্দেশনা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। পরীক্ষার্থীদের গুজব বিশ্বাস না করে প্রতারণার জালে না জড়িয়ে নিবিড়ভাবে পড়াশোনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন

কমিউনিটি ক্লিনিকের আন্তর্জাতিক স্বীকৃতির অনুষ্ঠানে ডা. মোদাচ্ছের

কমিউনিটি ক্লিনিক: বঙ্গবন্ধুর দর্শনই প্রধানমন্ত্রীর হাতে বাস্তবায়ন