০৮ জুলাই, ২০২১ ০৪:২৩ পিএম

নোবিপ্রবির শতভাগ শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত

নোবিপ্রবির শতভাগ শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীদের করোনাভাইরাসের ভ্যাকসিনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৬ জুলাই) এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরসহ বিভিন্ন হল প্রভোস্টরা।

হল প্রভোস্টদের স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় রোল-আইডি, শিক্ষার্থীর নাম, প্রভিশনাল এনআইডি, জন্ম নিবন্ধন বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র থাকলে পরিচয়পত্রের নাম্বার প্রদান বাধ্যতামূলক), মোবাইল নাম্বার, কক্ষ নং (হলে বসবাসরত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য) আবাসিক-অনাবাসিক (আবাসিক হলে আবাসিক অনাবাসিক হলে অনাবাসিক) লিখে নিজ নিজ হলের ই-মেইলে ভাষা শহীদ আব্দুস সালাম হল: [email protected], হযরত বিবি খাদিজা হল : [email protected], বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল: [email protected], বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল: [email protected] এ আগামী ১২ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের এসব তথ্য দিতে হবে।

যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের এনআইডি, প্রভিশনাল এনআইডি-জন্ম নিবন্ধন, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র কপি সংযুক্ত করে তথ্য প্রেরণ করতে বলা হয়েছে (এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়-শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থীদের পরবর্তী সিদ্ধান্ত জানাবেন এবং শিক্ষার্থীকে সিদ্ধান্তের আলোকে অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের)।

উল্লেখ্য, হল প্রভোস্টগণ নিজ নিজ ব্যবস্থাপনায় ই-মেইল আইডি প্রদান করার ব্যবস্থা করবেন। ইতোমধ্যে যে সকল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছে তাদের নতুন করে তথ্য প্রেরণ করতে হবে না।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনার টিকা
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি গঠন

‘মাঝারি মানের ভূমিকম্পেই ঢাকায় ধ্বংস হবে ৯ লাখ ভবন’

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি গঠন

‘মাঝারি মানের ভূমিকম্পেই ঢাকায় ধ্বংস হবে ৯ লাখ ভবন’

ছেলের চোখে অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান

সাতকানিয়ার চুপচাপ বালক যেভাবে হয়ে উঠেন কিংবদন্তি চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক