করোনার ভ্যাকসিন নিলেন ২৩ লাখের অধিক মানুষ

মেডিভেয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণহারে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এ টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ২৩ লাখ আট হাজার ১৫৭ জন টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে মাত্র ৬০৯ জনের দেহে ভ্যাকসিনের মৃদু বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ইএমআইএস) ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়মিত করোনা ভ্যাকসিন আপডেটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
করোনার টিকাদান কার্যক্রমের আওতায় আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুই লাখ ২৫ হাজার ২৮০ জন টিকা গ্রহণ করছেন। তাঁদের মধ্যে এক লাখ ৩৯ হাজার ৭৮০ জন পুরুষ এবং ৮৫ হাজার ৫০০ জন নারী রয়েছেন।
এদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬৯ হাজার ৯৩৮ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন ১০ হাজার ১৪ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ৪৯ হাজার ২৮১ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ২২ হাজার ৬৭০ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন ২০ হাজার ৩১৮ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ৩০ হাজার ৪৬৬ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন ১০ হাজার ৬৩১ জন, আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন ১১ হাজার ৯৬২ জন।
এদিকে মোট টিকা নেওয়া ২৩ লাখ আট হাজার ১৫৭ জনের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ। আর নারী আছেন সাত লাখ ৮৯ হাজার ৪৪২ জন।
ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন তিন লাখ ছয় হাজার ১৮৩ জন। তার মধ্যে পুরুষ টিকা নিয়েছেন দুই লাখ তিন হাজার ৩৪৯ জন, আর এক লাখ দুই হাজার ৮৩৪ জন নারী টিকা নিয়েছেন।
প্রসঙ্গত, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার উদ্ভাবিত করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। পরে ৭ জানুয়ারি থেকে গণহারে টিকাদান শুরু করেছে সরকার। প্রাথমিকভাবে শুধুমাত্র অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক, চিকিৎসক ও সম্মুখ সারিতে কাজ করা ব্যক্তিদের টিকা প্রদান করা হচ্ছে।
চিকিৎসকদের অনিহা
‘বাংলায় চিকিৎসা বিজ্ঞানের বইগুলো গুদামে পচে’
সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়নি
পদোন্নতি পাচ্ছেন না বিএসএমএমইউর সেই ২৫০ চিকিৎসক
চিকিৎসকদের অনিহা
‘বাংলায় চিকিৎসা বিজ্ঞানের বইগুলো গুদামে পচে’
সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়নি
পদোন্নতি পাচ্ছেন না বিএসএমএমইউর সেই ২৫০ চিকিৎসক
