অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ, গুজব ছড়াবেন না: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি নিরাপদ, এ নিয়ে গুজব ছড়াবেন না।
আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরে করোনার ভ্যাকসিন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া খুব সামান্য। ওষুধ ও সব ভ্যাকসিনেই কম-বেশি পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, এটা সবার জানা। এই ভ্যাকসিন নিলে জ্বর মাথাব্যাথা হতে পারে। যদি গুরুতর কোনো সমস্যা হয়, তবে সরকার সেক্ষেত্রে চিকিৎসা দেবে। এটা জীবন রক্ষাকারী ওষুধ। আমরা মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানাবো।’
টিকাদান কর্মসূচিতে সরকারের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের অনেক অভিজ্ঞতা আছে । টিকাদানের মাধ্যমে পোলিও, ধনুষ্টঙ্কারসহ বেশ কয়েকটি রোগ নির্মূল হয়েছে। প্রতি বছর দেশে কোটি কোটি শিশুকে টিকা দেওয়া হয়। এসব কর্মসূচির সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে ভ্যাকসিন হিরো উপাধী পেয়েছেন।’
এ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা, জোর করে কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। তবে যারা মানুষের জীবন নিয়ে ষড়যন্ত্র ও রাজনীতি করতে চান, তারা ভালো মানুষ না। কোভিড মোকাবিলা করে আমরা মানুষের জীবন বাঁচাচ্ছি।’
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি দেশে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছেছে। প্রথম দফায় আসা এই ২০ লাখ টিকা ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এ সপ্তাহের আরও একটি চালান দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। আগামী ২৭ তারিখ থেকে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে।
