সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসকের মুক্তি চায় স্বাচিপ

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বেসরকারি সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। গ্রেপ্তারকৃত ২ চিকিৎসকের অবিলম্বে মুক্তি দাবি করেছেন তারা।
শনিবার (১৭ জুন) স্বাচিপ সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব ডা. কামরুল হাসান মিলন এক যৌথ বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে স্বাচিপ নেতৃবৃন্দ বলেন, ‘বিনা তদন্তে চিকিৎসকদের গ্রেপ্তার করতে থাকলে চিকিৎসক সমাজ রোগীদের চিকিৎসা দিতে নিরুৎসাহিত হবেন। তাতে সাধারণ মানুষের নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা ব্যাহত হতে পারে।’
সংশ্লিষ্ট সকলকে সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ জানান তারা।
এর আগে গত ১৫ জুন ভুল চিকিৎসার অভিযোগে সেন্ট্রাল হাসপাতালের ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে ধানমণ্ডি থানা পুলিশ।
এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি মৃত্যুঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ করে তার স্বামী ইয়াকুব আলী সুমন। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছে তাদের নবজাতক সন্তানও।
জানা গেছে, গত তিন মাস ধরে সেন্ট্রাল হসপিটালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। তার শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলে চিকিৎসক জানিয়েছিলেন।
প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে মাহবুবা রহমান আঁখিকে সেন্ট্রাল হসপিটালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয়। তখন ডা. সংযুক্তা সাহা হাসপাতালে উপস্থিত ছিলেন না। তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন।
ওসি জানান, এ ঘটনায় বুধবার ধানমণ্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা হয়েছে। মামলায় মোট পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কয়েকজন ‘অজ্ঞাত’ আসামিও উল্লেখ করা হয়েছে।
এসএস