আইবিডি’র লক্ষণ ও ঝুঁকি

ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ (আইবিডি) এমন এক ধরনের প্রদাহজনিত পরিপাকতন্ত্রের রোগ, যা মানুষের পরিপাকতন্ত্রে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে থাকে। এ ছাড়া আইবিডি পরিপাকতন্ত্রের দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টিকারী ব্যাধিগুলোকে বর্ণনা করতে ব্যবহৃত হয়।
এ রোগটি দুই ধরনের হয়। একটি হলো আলসারেটিভ কোলাইটিস, এটি প্রধানত বৃহদন্ত্রে প্রদাহ বা আলসার তৈরি করে থাকে। আর দ্বিতীয়টি হলো ক্রনস ডিজিজ, এই রোগে পরিপাকতন্ত্রের যেকোনো অংশ (মুখ থেকে পায়ুপথ) আক্রান্ত হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে শুধু ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র অথবা উভয় অংশই আক্রান্ত হতে পারে।
লক্ষণ
উভয় ধরণের আইবিডির লক্ষণ হলো ডায়রিয়া, মলদ্বার থেকে রক্তপাত, পেটে ব্যথা, ক্লান্তি ও ওজন কমে যাওয়া।
কারণ
আইবিডির ঠিক কি কারণে হয়, তা এখনও অজানা রয়ে গেছে। তবে একটি সম্ভাব্য কারণ হিসেবে বলা হয়, একটি অস্বাভাবিক ইমিউন প্রতিক্রিয়া পরিপাকতন্ত্রের কোষগুলোতে আক্রমণ করে। যার ফলে রোগটি হতে পারে।
এ ছাড়া পরিবারের কেউ এ রোগে আক্রান্তের ইতিহাস থাকলে অন্যদের হতে পারে। অর্থাৎ আইবিডি এমন ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়, যাদের পরিবারের কোনো সদস্য আগে এই রোগে আক্রান্ত ছিলো। তবে অধিকাংশ মানুষ আক্রান্ত হয়েছে, যাদের পরিবারে রোগটির ইতিহাস নেই।
ঝুঁকি
১. ৩০ বছরের কমবয়সীরা রোগটিতে বেশি আক্রান্ত হয়।
২. যদিও শ্বেতাঙ্গদের এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি, তবে এটি যেকোনো জাতির হতে পারে।
৩. নিকটাত্মীয় যেমন — পিতা-মাতা, ভাইবোন, নিজের শিশু যদি এই রোগে আক্রান্ত হয়, তাহলে আপনি বেশি ঝুঁকিতে রয়েছেন।
৪. ধূমপান ক্রনস আইবিডি আক্রান্তের ঝুঁকির অন্যতম কারণ।
৫. ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ। এর মধ্যে রয়েছে আইবুপ্রোফেন ও নেপ্রোক্সেন সোডিয়াম, ও ডাইক্লোফেনাক সোডিয়াম। যারা আইবিডিতে আক্রান্ত, এই ওষুধগুলোর কারণে তাদের অবস্থা আরও খারাপ হতে পারে।
চিকিৎসা
এ রোগের চিকিৎসা হলো উপসর্গগুলোকে চিহিৃত করে, পরিপাকতন্ত্রের প্রদাহকে হ্রাস বা দূর করা। শুধুমাত্র উপসর্গের উপশম নয়, দীর্ঘমেয়াদী নিরাময় ও জটিলতার ঝুঁকি হ্রাস করতে হবে। আইবিডি চিকিৎসার সঙ্গে সাধারণত ড্রাগ থেরাপি জড়িত। যদি আপনার আইবিডি উপসর্গগুলো সহজে ভালো না হয়, তাহলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী অস্ত্রোপচারেরও সিদ্ধান্ত নিতে পারেন।
সূত্র: mayoclinic
/এএইচ/
-
২৯ মে, ২০২৩
-
১৯ মে, ২০২৩
-
১৯ মে, ২০২২