০৬ এপ্রিল, ২০১৮ ০১:৪২ পিএম
বাংলাদেশিদের বর্তমান গড় আয়ু ৭১.৮ বছর

বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু ৭১.৮ বছর। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস’১৮ উপলক্ষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ কথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ২০০০ সালে মানুষের গড় আয়ু ছিল ৬৫.৫ বছর। বর্তমানে তা বেড়ে হয়েছে ৭১.৮ বছর। দেশের মানুষের এ গড় আয়ু বৃদ্ধিকে সরকারের নানামুখী পদক্ষেপের সফলতা বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিকিৎসা শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
এই বিভাগের সর্বাধিক পঠিত
