ডা. মঞ্জুরাকে ওএসডি’র প্রতিবাদে পাবনার বিএমএ ও স্বাচিপের কর্মসূচি

ডা. মঞ্জুরা রহমানকে ওএসডি করার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) পাবনা জেলা শাখা। এ সময়ের মধ্যে তারা ডা. মঞ্জুরাকে ওএসডি করার আদেশ বাতিলের দাবি জানিয়েছেন। এ কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে কেন্দ্রীয় বিএমএ। এমনটাই জানিয়েছেন পাবনা জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাসুদ বিশ্বাস।
এছাড়াও আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিদিন কালো ব্যাচ ধারণ ও একঘন্টা কর্মবিরতিসহ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে পাবনা জেলা বিএমএ। ঘোষিত সময়ের মধ্যে দাবি না মানলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেয়ার কথা বলেছেন স্থানীয় বিএমএ‘র নেতারা।
এছাড়াও, ডা. মঞ্জুরাকে ওএসডি করার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) পাবনা জেলা শাখা।
উল্লেখ্য, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ডিসির বাসায় না পাঠানোর দায়ে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মঞ্জুরা রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে ওই কর্মকর্তাকে মহাপরিচালকের দপ্তরের সংযুক্ত করার আদেশ দেয়া হয়। একইসঙ্গে ডা. মঞ্জুরার বদলে টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. মাহমুদ হাসানকে দায়িত্ব দেওয়া হয়।
