১২ অগাস্ট, ২০১৭ ০৮:৫৮ পিএম
মহামান্য রাষ্ট্রপতি দেশে ফিরছেন আজ রাতে

সিঙ্গাপুরের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি আবদুুল হামিদ আজ শনিবার রাতে দেশে ফিরছেন। রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব এম আবুল কালাম আজাদ গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৯ ফ্লাইটে করে আজ রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
গত ৬ আগস্ট দুপুর ১টা ২২ মিনিটে স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এম সারওয়ার হোসেন এবং প্রেসসচিব জয়নাল আবেদীনসহ ৩৫ সদস্যের সফরসঙ্গী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। সিঙ্গাপুরে রাষ্ট্রপতি তাঁর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান। সূত্র : বাসস।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
এই বিভাগের সর্বাধিক পঠিত
