
পিনাকী ভট্টাচার্য্য
ব্লগার, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট
সাবেক শিক্ষার্থী, রাজশাহী মেডিকেল কলেজ।
১০ জুন, ২০১৭ ০২:০৪ পিএম
মেডিক্যাল শিক্ষার মান কে নামাইছে ?

২০০৭ সালের হিসাব অনুযায়ী ইণ্ডিয়ায় মেডিক্যাল কলেজের সংখ্যা ২১৯ টা, আমেরিকায় ১৪৭ টা আর চিনে ১৩০ টা। এখন হয়তো ৫-১০% বেড়েছে।
বাংলাদেশে এখন মেডিক্যাল কলেজের সংখ্যা কয়টা জানেন? ১০৩ টা!!
জনপ্রতি মেডিক্যাল কলেজের সংখ্যায় আমরা শীর্ষে। কোথায় থামতে হয় এইটা আমাদের সরকারি কর্তা ব্যক্তিরা কবে বুঝবেন?
আগে ডাক্তারের একটা পাকা বিল্ডিং থাকলেই সাইনবোর্ড দেখতাম "প্রস্তাবিত ক্লিনিক"। আর আজকাল ডাক্তারেরা একটা পাকা বিল্ডিং থাকলেই সাইনবোর্ড লাগান "প্রস্তাবিত মেডিক্যাল কলেজ"।
মেডিক্যাল শিক্ষার মান কে নামাইছে, বলেন। বাইরে থেকে এসে তো কেউ আর এইটা করে দিয়ে যায় নাই।
আগের নিউজ
পরের নিউজ
করোনার চিকিৎসা
বিশেষ প্রণোদনা পাচ্ছেন ১৪৭৪ চিকিৎসকসহ ২৮৬১ স্বাস্থ্যকর্মী
মেডিভয়েসকে বিশেষ সাক্ষাৎকারে পরিচালক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক করোনা বেড ফাঁকা
এই বিভাগের সর্বাধিক পঠিত
