১০ জুন, ২০১৭ ১২:৫৪ পিএম
বিএমএ’র ডাকে চিকিৎসকদের মানববন্ধন রোববার

মেডিভয়েস রিপোর্ট : সমসাময়িক সময়ে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক নির্যাতন ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ভাংচুরের প্রতিবাদে এবং চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নিরাপত্তার দাবীতে আগামীকাল রোববার বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কর্তৃক পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারাদেশে প্রত্যেক চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করবেন চিকিৎসকরা। এদিন দুপুর ১২:০০ টা থেকে ০১:০০টা পর্যন্ত (১ ঘন্টা ব্যাপী) মানববন্ধন কর্মসূচি পালন করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী।
আগের নিউজ
পরের নিউজ
করোনার চিকিৎসা
বিশেষ প্রণোদনা পাচ্ছেন ১৪৭৪ চিকিৎসকসহ ২৮৬১ স্বাস্থ্যকর্মী
মেডিভয়েসকে বিশেষ সাক্ষাৎকারে পরিচালক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক করোনা বেড ফাঁকা
এই বিভাগের সর্বাধিক পঠিত