১৩ মার্চ, ২০১৭ ১১:০২ এএম
রাশিয়া সফরে ভিসা লাগবে না বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এখন থেকে ভিসা ছাড়াই কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা রাশিয়া সফর করতে পারবেন। কিন্তু ভিসা ছাড়া এই সফরের মেয়াদ ত্রিশ দিন।
গত ১২ ফেব্রুয়ারি থেকে চুক্তিটি কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ১২ জানুয়ারি রাশিয়া সরকারের কাছ থেকে এ সংক্রান্ত চুক্তির চূড়ান্ত চিঠি পায় বাংলাদেশ সরকার।
২০১৬ সালের ২২ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনের সময় দুই দেশ রাশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। রাশিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ও বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশেষ সাক্ষাৎকার
ইন্টার্নদের ভাতা ৩০ হাজার টাকা হওয়া উচিত: মুগদা মেডিকেল অধ্যক্ষ
আসছে নতুন কাব্যগ্রন্থ
সাহিত্য চর্চায় আনন্দ খুঁজে পাই: অধ্যাপক মোশাররফ হোসেন
এই বিভাগের সর্বাধিক পঠিত