একজন উপজেলা চিকিৎসকের কর্মপরিবেশ

ছবিতে সবার মাঝে বসে থাকা মানুষটি উপজেলা হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক। প্রায়ই তাদেরকে এভাবে চারপাশে রোগী ও রোগীর স্বজন দ্বারা ঘেরাও অবস্থায় চিকিৎসা প্রদান করতে হয়। এমন সিচুয়েশনে আবার বিদ্যুৎ থাকে না, থাকে না কোন পিয়ন-গার্ড। এক গ্লাস পানি খাবার সময় বা সুযোগ - কোনটিই থাকে না এই চিকিৎসকের।
এর মাঝেও রোগীর সকল সমস্যা শুনে, সঠিক ডায়াগনোসিস করার চেষ্টা করেন তারা, সঠিক চিকিৎসা দেবার চেষ্টার ত্রুটি করেননা। এই চিকিৎসক, যাকে হয়তো এক সকালে ১০০'রও বেশী রোগী দেখতে হয় - তাকে 'সুন্দর হাতের লিখায় প্রেসক্রিপশন লিখা'র মত নির্দেশ দেয়া বা 'লোভী ডাক্তার' বলে অভিহিত করা কতটুকু সঠিক হতে পারে?
সারাজীবন কঠোর পরিশ্রম করে, মেধার স্বাক্ষর রেখে, দেশের সবচেয়ে কঠিন ভর্তি পরীক্ষায় টিকে, পৃথিবীর সবচেয়ে কঠিন বিষয়টিতে পড়াশুনা করে আসা একজন মানুষের জন্য এর চেয়ে দুঃখজনক বিষয় আর কি হতে পারে?
