০৪ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪২ পিএম

স্বাস্থ্য শিক্ষার নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন

স্বাস্থ্য শিক্ষার নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবীনা ইয়াসমিন
অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মুগদা মেডিকেলে কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন। তাঁকে অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অনুভূতি জানতে চাইলে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন মেডিভয়েসকে বলেন, ‘এটা ভালো লাগার মতো একটা বিষয়। আমাকে দায়িত্বশীল জায়গায় পদায়ন করা হয়েছে। আল্লাহর কাছে আন্তরিকতা কৃজ্ঞতা জানাই এবং সরকারকেও ধন্যবাদ জানাই। আমি মেডিকেল শিক্ষার সাথে অনেক বছর ধরে জড়িত। সেইসঙ্গে অনেক বছর ধরে অধ্যাপনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমার সবসময় চাওয়া থাকে মেডিকেল শিক্ষার সুন্দর পরিবেশ এবং শিক্ষার মান যেন ভালো থাকে। যোগ্য চিকিৎসক তৈরি করতে পারি। সেক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে থেকে অবদান রাখার অনেক সুযোগ আছে। আমি মনে করি, এটি আমার জন্য উপযুক্ত জায়গা। দেশের মেডিকেল শিক্ষাকে উন্নত জায়গায় নিয়ে যেতে চাই।’

এর আগে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমিন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় ধরে তিনি মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো। পদায়কনকৃত কর্মকর্তাদেরকে যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার ই-মেইল [email protected] এ প্রেরণ করবেন।

একই প্রজ্ঞাপনে মুগদা মেডিকেলের পেডিয়াট্রিক্স সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ শাদরুল আলমকে পদায়ন দেওয়া হয়েছে। তাঁকে সেন্টার ফর মিডসিন এডুকেশনের (সিএমই) পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এসএইচ

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদায়ন
স্বাস্থ্য মন্ত্রণালয়ে এমবিবিএস গ্র্যাজুয়েটদের আবেদন

বিসিএস পরীক্ষা: সবার বয়স বাড়লেও সুখবর নেই চিকিৎসকদের

ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

আউটডোরে ৪৫০-৫০০ রোগী দেখেন ২ চিকিৎসক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক