০৭ জুন, ২০২৪ ০৬:২১ পিএম

বিভাগীয় শহরের মেডিকেলে হচ্ছে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

বিভাগীয় শহরের মেডিকেলে হচ্ছে পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশের সব বিভাগীয় শহরের মেডিকেল কলেজগুলোতে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্যখাতে দেয়া ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বাজেটের মধ্যে এই প্রকল্পটিও পরিকল্পনায় নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে আসন্ন অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে এই বিষয়টি উঠে আসে।

বাজেট বিশ্লেষণে দেখা যায়, স্বাস্থ্যখাতে দেওয়া বাজেটের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩০ হাজার ১২৫ কোটি টাকা। যেখানে ক্যান্সার চিকিৎসার প্রকল্প ছাড়াও স্বাস্থ্যসেবায় আরও বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মেডিকেল কলেজগুলোতে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন।

এই খাতে অন্যান্য প্রকল্পের মধ্যে আরও রয়েছে, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর- এই পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যা বিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন, চীন সরকারের সহায়তায় চট্টগ্রাম বার্ন ইউনিট স্থাপন এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে ডিজিটাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা চালু করা, ১৫টি সরকারি হাসপাতালে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা স্থাপন, ভ্যাক্সিন প্ল্যান্ট স্থাপন, গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

এছাড়া ৯০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ ও পুনঃনির্মাণ, ৬০টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র/রুরাল ডিসপেনসারী পুনঃনির্মাণ, দুইটি নতুন ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, একটি নতুন ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণ, ছয়টি ১০ শয্যা বিশিষ্ট এবং দুইটি ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, ৯০০টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অবকাঠামো মেরামত ও সংস্কার, চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১-৫০ শয্যায় উন্নীতকরণ, ১০টি উপজেলা স্বাস্থ্য কমপেক্সকে ৫০-১০০ শয্যায় উন্নীতকরণ, সম্প্রসারিত টিকাদান কার্যক্রম, ১২টি মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম সম্প্রসারণ, চাহিদা অনুযায়ী যন্ত্রপাতি, এম এস আর, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আসন্ন অর্থবছরে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ খাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা প্রাক্কলন বাজেট ধরা হয়েছে, যা গত ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা। এবারের স্বাস্থ্যখাতের বরাদ্দ মোট বাজেটের ৫.২ ভাগ।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারিতে প্রেরণ

মুগদা মেডিকেলে আটক ২২ দালাল কারাগারে 

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক