ডা. মুহাম্মাদ আনিসুর রহমান

ডা. মুহাম্মাদ আনিসুর রহমান

চিকিৎসক, প্রাবন্ধিক


১৯ মে, ২০২৪ ০৪:৩৪ পিএম

ডেঙ্গু হলে বাসায় চিকিৎসা নিবেন যেভাবে

ডেঙ্গু হলে বাসায় চিকিৎসা নিবেন যেভাবে
প্রতীকী ছবি

ডেঙ্গুর প্রাদুর্ভাব আবার শুরু হয়েছে। বিগত বছরগুলোতে বিশাল সংখ্যক মানুষ এতে আক্রান্ত এবং মৃত্যুবরণ করে। এ কারণে এটি বেশ আতঙ্ক সৃষ্টি করেছে। পূর্বে এটি বড় শহরগুলোতে সীমাবদ্ধ ছিল। তবে এখন গ্রামেও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ, যা বেশি উদ্বেগের। এ বছর ইতোমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। তাই আশঙ্কা করা হচ্ছে এ বছরও ডেঙ্গু বেশ ভোগাবে।

আজ আলোচনা করবো, ডেঙ্গু আক্রান্ত হলে কখন হাসপাতালে ভর্তি হবেন? কখন বাসায় চিকিৎসা নিবেন এবং কীভাবে নিবেন?

কখন হাসপাতালে ভর্তি

নিচের যে কোন একটি বিপদ চিহ্ন থাকলে হাসপাতালে ভর্তি হতে হবে। সেগুলো হলো—

★ প্রচণ্ড পেট ব্যথা হলে,
★ ঘনঘন বমি অথবা বমি বন্ধ না হলে,
★ রক্তবমি বা কালো পায়খানা হলে,
★ দাঁতের মাড়ি বা নাক থেকে রক্তপাত হলে, 
★ ৬ ঘণ্টার বেশি সময় প্রস্রাব না হলে,  
★ প্রচণ্ড শ্বাসকষ্ট হলে, 
★ গর্ভবতী মা, নবজাতক শিশু, বৃদ্ধ রোগী, ডায়াবেটিস রোগী ও কিডনি রোগী হলে।

কখন বাসায় চিকিৎসা নিবেন?

নিচে উল্লেখিত অবস্থায় বাসায় চিকিৎসা নেওয়া যাবে। 

★ কোন বিপদ চিহ্ন না থাকলে,  
★ পর্যাপ্ত তরল খাবার খেতে পারলে,  
★ প্রতি ৬ ঘণ্টায় অন্তত একবার প্রস্রাব হলে।

যেভাবে চিকিৎসা নিবেন

★ এ সময় বাড়িতে পূর্ণ বিশ্রামে থাকুন, 
★ প্রচুর পরিমাণে পানি, তরল ও লবণসমৃদ্ধ খাবার গ্রহণ করুন। যেমন—পানি, খাবার স্যালাইন, স্যুপ, তাজা ফলের জুস ও ডাবের পানি ইত্যাদি৷
★ ডেঙ্গুতে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথার ওষুধ সেবন করবেন না। দৈনিক চার গ্রামের বেশি প্যারাসিটামল সেবন করবেন না।

এএনএম/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
  এই বিভাগের সর্বাধিক পঠিত